নেত্রকোণার কেন্দুয়ায় ডাকাত সন্দেহে কুশো চন্দ্র সরকার (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে আশুজিয়া ইউনিয়নের রামপুর বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে ছাড়ানো সীমান্ত শাহজালাল পরিবহন বাসটি কলমাকান্দার উদ্দেশ্যে যাচ্ছিল।
ভোর রাত ৪টা ১০ মিনিটে বাসটি কেন্দুয়া বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় বাসের ভেতরে যাত্রীদের চিৎকার শোনেন নিকটবর্তী চায়ের দোকানে থাকা লোকজন।
তারা তাৎক্ষণিকভাবে রামপুর বাজারের স্থানীয়দের ফোনে বিষয়টি অবহিত করলে, রাত ৪টা ২৪ মিনিটে বাসটি আটক করা হয়। খবর পেয়ে কেন্দুয়া থানার এসআই জাহিদ হাসান রানার নেতৃত্বে একটি পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে কুশো চন্দ্র সরকারকে আটক করে। আটককৃত কুশো চন্দ্র সরকারের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারো বাড়ি ইউনিয়নের গলকুন্ডা গ্রামে।
তার বাবার নাম নেপাল চন্দ্র সরকার। স্থানীয়দের ধারণা, প্রায় ৭-৮ জনের ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তবে এলাকাবাসী ও পুলিশের তৎপরতা টের পেয়ে দলের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
এ বিষয়ে কেন্দুয়া সার্কেল সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফা জানান, “আমরা তাকে ডাকাত সন্দেহে আটক করেছি। প্রাথমিকভাবে ৫৪ ধারায় আটক দেখানো হয়েছে। বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। এখনো পর্যন্ত কোন মামলা রুজু হয়নি।”
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা