বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) জুমার নামাজের পর উপজেলা পরিষদ মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কেন্দুয়া উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন কেন্দুয়া শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন স্তরের জামায়াতে ও ইসলামি আন্দোলনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ ৫-দফা দাবিতে আন্দোলনের অংশ হিসেবে জামায়াতে ইসলামী সম্প্রতি দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করে। এরই ধারাবাহিকতায় আজকের এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলো।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা