নেত্রকোনার উপজেলায় টাইফয়েড টিকা প্রদান কার্যক্রমের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোজ বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভার আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুরুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ অলিদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সভাপতি চানগাঁও ইউনিয়নের ( ইউপি) চেয়ারম্যান নুরুল আলম তালুকদার , উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির রিয়াজ উদ্দিন ইদ্রিস মাস্টার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাঈদা রুবাইয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার নয়ন চন্দ্র ঘোষ, মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ শামসুল আলম শাহ্ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেত্রকোনা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার বাশার, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার (সভাপতি) দৈনিক আমাদের সময় উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, দৈনিক যুগ যুগান্তর পত্রিকার নেত্রকোনা প্রতিনিধি বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সদস্য সাংবাদিক রাজিবসহ অন্যান্য প্রমূখ। উপজেলা ( স্বাস্থ্য ও পঃপঃ) কর্মকর্তা ডাক্তার নুরুল হুদা তিনি বলেন, টাইফয়েড রোগের টিকা ভ্যাকসিন প্রতিটি টিকার মূল্য দুই থেকে আড়াই হাজার টাকা বাংলাদেশের শিশুদের টাইফয়েড থেকে মুক্তি পাওয়ার একমাত্র ভ্যাকসিন এই টিকা যা আমাদের মদনের জন্য বরাদ্দ টার্গেট হচ্ছে, ৪৫৮৬৭ টিকা শিশুকে দেওয়া হবে।
১৫ বছরের নিচে প্রতিটি শিশুদের জন্য খুবই উপকৃত এই টিক। প্রতিটি স্কুল, মাদ্রাসা, মহিলা মাদ্রাসা সকল প্রতিষ্ঠানে রেজিস্ট্রেশন করে আগামী ১২ অক্টোবর ২০২৫ হইতে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত ১৮ দিবস কার্যক্রম অব্যাহত থাকবে। তাই সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই টাইফয়েড টিকা আপনার আমার সন্তানকে টিকা প্রদান করে টাইফয়েড রোগ থেকে শিশুদেরকে মুক্ত করেন। এই টিকা নেওয়ার পর কোন রকম পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতি নেই।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা