প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ১২:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৫, ১০:৫৭ পি.এম
নেত্রকোণায় সীমান্তে দুর্গাপূজা উপলক্ষে বাড়তি নিরাপত্তায় ১১ প্লাটুন বিজিবি মোতায়েন

নেত্রকোণায় ভারত সীমান্ত এলাকা দুর্গাপুর ও কলমাকান্দায় শান্তিপূর্ণ দুর্গাপূজা অনুষ্ঠানে অতিরিক্ত ১১প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
বুধবার বিকালে দুর্গাপুর পৌর শহরের দশভূজা মন্দির পরিদর্শনকালে নেত্রকোণা-৩১বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান এই তথ্য জানান।
তিনি বলেন,দুই উপজেলার সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে ৩৯ টি মন্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হবে। এই দুর্গোৎসব আনন্দঘন ও শান্তিপূর্ণ অনুষ্ঠানে আজ থেকে ১১প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
প্রতিটি প্লাটুনে ২০ জন করে বিজিবি সদস্য থাকবে। কোন অশুভ চক্র পুজায় যাতে কোন বিঘ্ন ঘটাতে না পারে এর জন্যে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা