নেত্রকোনার মদনে নবনিযুক্ত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২২ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ অলিদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান,বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরু ,উপজেলা বিএনপির সভাপতি চানগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নূরুল আলম তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির রিয়াজ উদ্দিন ইদ্রিস মাস্টার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাক্তার তায়েফ হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, উপজেলা ফতেপুর (ইউপি) চেয়ারম্যান সামিউল হায়দার শফি, তিয়শ্রী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান মাস্টার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন, কাইটাইল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবু তাহের আজাদ,
মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ শামসুল আলম শাহ্, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু ইউসুফ, উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা জুবায়েদ হাসান, উপজেলা প্রকৌশলী মোঃ শাহাদাত হোসেন, উপজেলা একাডেমী সুপারভাইজার জোসনা আক্তার, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার (সভাপতি) দৈনিক আমাদের সময় উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ হাবিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা ও অন্যান্য প্রমূখ।
জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ উন্নয়ন কর্মকাণ্ড এবং জনসেবা সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা করেন। এবং সকলের সহযোগিতা ও সমন্বয়ে মদন উপজেলার ফতেপুর যাওয়ার যে, বেহাল দশা রাস্তাটি এবং কেন্দুয়া মদন সংযোগ গুগবাজার রাস্তাটি অচিরেই কাজ হবে বলে তিনি আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা