ছবি সংগৃহিত
চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী চরপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণে দগ্ধ ১০ জনের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে
জানান স্বজনরা।
নিহতরা হলেন- চন্দনাইশের ছৈয়দাবাদ এলাকার নাসির উদ্দীনের ছেলে মো. ইদ্রিস (২৬) ও কক্সবাজারের মো. ইউসুফ (৩০)।
মো. ইদ্রিসের ভাই মো. আবু তালহা জানান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তার বড় ভাইসহ ৪ জনকে ঢাকায় পাঠানো হয়। সেখানে ২ জনের মৃত্যু হয়। গত ১৭ সেপ্টেম্বর সকালে ওই গুদামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দশজন দগ্ধ হন।
চমেক হাসপাতালে বার্ন ইউনিটের চিকিৎসক ডা. মোহাম্মদ খালেদ জানান, ৬ জন দগ্ধ রোগী চিকিৎসাধীন। তাদের শ্বাসনালী পুড়েছে। পাশাপাশি শরীরে ৪০-৭০ শতাংশ বার্ন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা