ছবি সংগৃহিত
ঝালকাঠিতে ভাড়া বাসা থেকে এক আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে শহরের চাঁদকাঠি এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। লাশের পাশে একটি চিরকুট পাওয়া গেছে, যাতে আত্মহত্যার কথা লেখা আছে।
মৃত শামিম হোসেন (৩৬) ঝালকাঠির আইনজীবী সমিতির সদস্য ছিলেন। তিনি শহরের চাঁদকাঠি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের দক্ষিণ দুধালিয়া এলাকার মোজাম্মেল হক মোল্লার ছেলে।
ওই চিরকুটে লেখা আছে, ‘আমার শরীরে যে রোগ বাসা বেঁধেছে, তাতে আমার মৃত্যু অনিবার্য। শরীরের কষ্ট, মানসিক চাপ আমি আর নিতে পারছি না। তাই সবকিছু ভেবেচিন্তে আত্মহত্যার পথ বেছে নিলাম। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি এবং অনুতপ্ত। আমাকে ভুল বুঝবেন না, পারলে ক্ষমা করে দিবেন।’
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নাসিমুল হাসান বলেন, ‘একজন আইনজীবীর অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি। তাঁর সম্মানে এক দিনের জন্য আদালতের সব কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছি।’
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা