ঈদ যাত্রার শুরুতেই নবীনগর চন্দ্রা মহাসড়কে শুরু হয়েছে যানজট।
এতে ভোগান্তিতে পড়েছে এই সড়কে চলাচলরত যাত্রীবাহী বাস পণ্যবাহী ট্রাক কভার ভ্যান সহ গার্মেন্টস শ্রমিকরা। গত কয়েক দিনের টানা বর্ষণে মহাসড়কসহ সংযোগ সড়কগুলোতে ভয়াবহ খানাখন্দের সৃষ্টি হয়েছে। যে কারণে সড়কের মধ্যে আটকে যাচ্ছে বিভিন্ন যানবাহন, ফলে সৃষ্টি হচ্ছে যানজট।
এ কারণে ধীর গতিতে চলতে হচ্ছে যানবাহন গুলোকে। নবীনগর চান্দা মহাসড়কের ঢাকাগামী লেনের শ্রীপুর বাস স্ট্যান্ড হতে বাইপাইল ও আব্দুল্লাহপুর বাইপেল সড়কের বেশিরভাগ এলাকায় যানজটে দুর্ভোগ করতে হচ্ছে চলাচলত যাত্রী সাধারণের। তবে পুলিশের পাশাপাশি সেনা সদস্যরা মহাসড়কে যানজট মুক্ত ও শৃঙ্খলা ফেরাতে কাজ করে চলেছেন।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা