নেত্রকোণা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নে দুই ঘন্টার ব্যবধানে হামলা পাল্টা হামলায় দুই পক্ষের দুইজন নিহত হয়েছেন।
শনিবার রাতে মৌগাতী ইউনিয়নের জামাটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সাবেক মেম্বার (ইউপি সদস্য) দুজাহান মিয়া (৪৮) জামাটি গ্রামের মইজ উদ্দিনের ছেলে।
মৌগাতী ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার জসুমা আক্তারের স্বামী। নিহত অপর জন একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে নুর মোহাম্মদ (৩০)। আহত হচ্ছেন, একই গ্রামের রফিক মিয়া ।
পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয়রা ও পুলিশ জানায়,নেত্রকোণা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের জামাটি গ্রামের সাবেক ইউপি মেম্বার ও স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা দুজাহান মিয়ার কাছ থেকে একই এলাকার আমজাদ গত প্রায় দুই বছর আগে জমি বিক্রির কথা বলে ৫ লাখ টাকা নেন। পরে জমির দলিল করা নিয়ে টালবাহানা শুরু করেন আমজাদ।
এ নিয়ে আমজাদের সাথে বেশ কিছুদিন ধরে দুজাহানের বিরোধ চলছিল। শনিবার রাত পৌনে ৯টার দিকে জেলা বিএনপির সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে গ্রামের রাস্তায় দুর্বৃত্তরা ধারালো দা দিয়ে দুজাহানকে এলোপাথারী কুপিয়ে রাস্তায় ফেলে রেখে চলে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে রাতেই নেত্রকোণা সদর হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
এরই জেরে রাত সাড়ে ১০টার দিকে হামলায় দেশীয় অস্ত্রের আঘাতে আমজাদের পক্ষের নূর মোহামামদ ও রফিক মিয়া গুরুতর হন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠান। সেখানে নূর মোহাম্মদকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপর আহত রফিক মিয়াকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ্ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করে বলেন, জমি বিরোধে হামলা,পাল্টা হামলায় দুইজন নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা