নেত্রকোনার আটপাড়ার তেলিগাতীতে সদ্য ঘোষিত উপজেলা বিএনপির কমিটি বাতিল ও নতুন কমিটি গঠনের দাবিতে পদ বঞ্চিতদের একাংশ ঝাড়ু মিছিল ও পুশ পুত্তলিকা দাহ করেছে। মিছিলে আন্দোলনকারীরা অতি শীঘ্রই কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণা করার দাবি জানান এবং প্রকাশিত কমিটির প্রতি নিন্দা প্রকাশ করেন।
আজ বুধবার (২৭ আগস্ট) বিকাল ৪টায় আটপাড়ার তেলিগাতী সরকারি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বে হয়ে নেত্রকোণা মদন সড়ক ও নেত্রকোণা আটপাড়া সড়ক ঘুরে কলেজ মোরে এসে একত্রিত হয় নেতাকর্মীরা।
ক্ষুদ্ধ নেতাকর্মীরা জানান, প্রকৃত নির্যাতিত যারা আছেন তারা কমিটিতে স্থান পায়নি। জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী তার পকেট কমিটি ঘোষণা করেছেন যারা ৩০ আগস্ট জেলা বিএনপির সম্মেলনে হিলালীকে ভোট দিবেন।
তৃণমূল সূত্রে জানা গেছে, গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের দমন–পীড়নের শিকার হয়ে অসংখ্য বিএনপি নেতা–কর্মী জেল-জুলুম, মামলাসহ নানান নির্যাতন সহ্য করেছেন। তারা প্রত্যাশা করেছিলেন, এবার দলের কমিটিতে মূল্যায়ন পাবেন। কিন্তু বাস্তবে চিত্র হয়েছে উল্টো—যারা রাজপথে ছিলেন, মামলা খেয়েছেন, কিংবা দলীয় আন্দোলনে সক্রিয় থেকেছেন তাদের বেশিরভাগকে উপেক্ষা করা হয়েছে। ফলে দলে ক্ষোভ দানা বেঁধেছে।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট রাতে জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক ও সদস্য সচিব ডক্টর রফিকুল ইসলাম হিলালির ২১ তারিখে স্বাক্ষরিত আটপাড়া উপজেলার ১০১ জন নেতাকর্মীর নাম প্রকাশ করে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
প্রতিবাদে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি খায়রুল কবির তালুকদার, মেজর সৈয়দ আবু বকর সিদ্দিক পিএসসি (অবঃ) উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য আমির খসরু স্বপন,
উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহেল, সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল হোসাইন তালুকদার, ছাত্র নেতা মাজহারুল ইসলাম তালুকদার, তেলিগাতী এবং দুওজ ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে মেজর সিদ্দিক পিএসসি (অবঃ) বলেন, জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী আগে থেকেই মনস্থ করে রেখেছিলেন যে তিনি জেলা বিএনপি সন্মেলণে সাধারণ সম্পাদক পদে প্রতিদদ্বিতা করবেন। তাই রফিকুল ইসলাম হিলালী দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে তার অনুগত লোক ও বোন, ভগ্নিপতিসহ তার নিজের লোক কমিটিতে রেখেছেন যেন বিপুল ভোটে পাশ করতে পারেন। সব উপজেলায় তিনি পকেট কমিটি করেছেন। এই পকেট কমিটি ভেঙ্গে যেন নতুন ভোটার করে নির্বাচন দেওয়া হয়।
বক্তারা দলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের দৃষ্টি কামনা করছেন।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা