নানা আয়োজনে নেত্রকোণায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপিত হচ্ছে । এ উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল র্যালী,আলোচনা সভা।
সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয় এই আয়োজন করে। ২৫ অগাস্ট শুরু মাতৃদুগ্ধ সপ্তাহ চলবে ৩১ অগাস্ট নাগাদ। সকালে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে র্যালী বের হয়ে জেলা ইপিআই ভবনের সামনে গিয়ে শেষ হয়।পরে ইপিআই ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়।
জেলা সিভিল সার্জন ডা: মোঃ গোলাম মাওলার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডেপুটি সিভিল সার্জন ডা: আফরিন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার স্বপন কুমার সরকার,নেত্রকোণা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: মোহাম্মদ একরামুল হাসান।
সভায় সিভিল সার্জন মোঃ গোলাম মাওলা বলেন, শিশুর জন্য মায়ের দুধের বিকল্প নেই। মায়ের দুধ প্রকৃতির শ্রেষ্ঠ খাবার। শিশুর জন্য মায়ের দুধ একটি আশীর্বাদ। জন্মের পর থেকে ছয় মাস বয়স পর্যন্ত মানবশিশু শুধু দুধ পান করেই জীবন ধারণ করতে পারে। দুই বছর পর্যন্ত মায়ের দুধ পান করানো হলে শিশু সুস্থ ও সবল হিসেবে গড়ে ওঠে।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা