প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ১২:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৪, ২০২৫, ৬:৪১ পি.এম
কুড়িগ্রামে প্রতিপক্ষের লাঠির আঘাতে একজনের মৃত্যু

কুড়িগ্রামের নাগেশ্বরীতে রাস্তা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে একজনের মৃত্যু হয়েছে।
রোববার (২৪ আগস্ট) দুপুর ১২ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ওই ব্যক্তির নাম মোসলেম উদ্দিন (৩৫)। তিনি উপজেলার নেওয়াশি ইউনিয়নের কান্দুরহাট এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, গ্রামে রাস্তা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে মোসলেম উদ্দিন(৩৫),গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একজনকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা