নেত্রকোনার ৪ (মদন, মোহনগঞ্জ,খালিয়াজুরি)নিজ নির্বাচনী আসনে গত তিনদিন যাবত মাঠ চষে বেড়াচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরজ্জামান বাবর।
রবিবার(২৪শে আগস্ট)মদন উপজেলার মাঘান ইউনিয়ন ও গোবিন্দশ্রী ইউনিয়নে বিভিন্ন গ্রামে ও হাটবাজারে পথ সভা করেন তিনি।এর আগে ২২শে আগস্ট মোহনগঞ্জ ও ২৩শে আগস্ট খালিয়াজুড়ি পথসভা করেন তিনি।
এসময় লুৎফুজ্জামান বাবর পরিবেশ সুরক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজ বনায়ন ও বৃক্ষ রোপনের উপর ব্যাপক জোর দেন। পথসভা শেষে তিনি স্কুল, কলেজ, মাদ্রাসায়, মসজিদে (ফলস, বনজ, ঔষধি) গাছের চারা বিতরণ করেন। পথসভায় লুৎফুজ্জামান বাবর বলেন,দলকে ভালোবেসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে লালন করে ও দলের হাই কমান্ডের দিকনির্দেশনায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ তাদের সুচিন্তিত ভোটের মাধ্যমে তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব অর্পণ করবেন এটা আমার বিশ্বাস।
তবেই গণতন্ত্রের পুনরুদ্ধার হবে। তাই সকল বিভেদ ভুলে গিয়ে দলকে সুসংঘটিত করতে নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহব্বান রাখেন তিনি। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ বলেন, লুৎফুজ্জামান বাবুর নেত্রকোনা ৪ সংসদীয় আসনের একজন যোগ্য পাত্রী।
অতীতে এ হাওড় অঞ্চলে মানুষের জীবন মান উন্নয়নে,বেকারত্ব দূরীকরণে শত শত কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিয়েছিলেন তিনি। সার্বিক উন্নয়নে আমাদের বাবর ভাইয়ের বিকল্প নাই।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা