ঢাকার ধামরাইয়ে এক বিধবাকে ধর্ষণের ঘটনায় গ্রাম্য সালিশ হয়েছে। ওই সালিশে ধর্ষিতার ইজ্জতের মূল্য হিসেবে ধর্ষকের কাছ থেকে আদায় করা হয়েছে জরিমানার ৬০ হাজার টাকা। সেই টাকাও পাননি ওই নারী। পকেটস্থ করেছেন সালিশকারী মাতবররা। ওই টাকা দিয়ে গরু কিনে খাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
পরে ওই ধর্ষিতা বাদী হয়ে শুক্রবার ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। এর আগে বৃহস্পতিবার রাতে এ ঘটনাটি ঘটেছে উপজেলার সোমভাগ ইউনিয়নের বাঁদে গাওয়াইল এলাকায়।
সালিশে ইজ্জতের মূল্য হিসেবে ধর্ষকের কাছ থেকে জরিমানা হিসেবে আদায় করা হয় ৬০ হাজার টাকা। জরিমানার এক টাকাও ধর্ষিতাকে না দিয়ে মাতবররা আত্মসাত করেছেন বলে অভিযোগ করেছেন ধর্ষিতা। এ ঘটনায় শুক্রবার সকালে ধর্ষিতা ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে।
ধামরাই থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, এ ঘটনা জানতে পেরে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্তের ব্যবস্থা করেছি। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা