প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ১২:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ৮:৩৫ পি.এম
: ঝিনাইদহ-২, এমপি অপুকে নাশকতা মামলায় দুই দিনের রিমান্ড মন্জুর করেছেন আদালত।

ঝিনাইদহ -২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপুকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ঢাকার ধানমন্ডি এলাকার নিজ বাসা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। শফিকুল ইসলাম অপুর বিরুদ্ধে তিনটি নাশকতা মামলা রয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।
তার বিরুদ্ধে ৪ আগষ্ট -২০২৪ সালের ঝিনাইদহ জেলা বিএনপির অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ, জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের বাসভবন ভাংচুর ও অগ্নিসংযোগ এবং বিএনপিনেতার আক্তার ফার্মেসী ভাংচুরসহ মোট তিনটি নাশকতা মামলা রয়েছে।
এ ছাড়া গত বছরের ৪ আগস্ট ঝিনাইদহে আন্দোলনরত ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি তিনি। ঐ সব মামলা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাবেক এমপি শফিকুল ইসলাম অপুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঝিনাইদহ আদালতে আনা হচ্ছে। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপু গ্রেপ্তার হয়েছেন।
তাকে ঢাকার একটি বাসা থেকে ডিবি পুলিশ গতকাল রাতে গ্রেপ্তার করে। পরে ঝিনাইদহে আনা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে তাকে আদালতে হাজির করা হয়। আদালত শফিকুল ইসলাম অপুকে দুই দিন রিমান্ড মঞ্জুর করেছেন। বিজ্ঞ আদসলত তাকে জেল হাজতে প্রেরন করেছেন
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা