ময়মনসিংহের তারাকান্দায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত রমজান আলী(৪০) উপজেলার কাকনী ইউনিয়নের পানিহরি গ্রামের মো. আতিক হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।রমজান আলী উপজেলার পানিহরি গ্রামের মো. আহাম্মদ আলীর ছেলে।
তারাকান্দা থানা পুলিশের এএসআই মো. নজরুল ইসলাম বলেন-উপজেলার পানিহরি গ্রামে সংগঠিত মো.আতিক হত্যা মামলার ১ নং আসামি বিজ্ঞ আদালতে যাজ্জীবন সাজাপ্রাপ্ত রমজান আলী দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল।গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রমজান আলী গাজীপুর জলার জৈনা বাজারে অবস্থান করছে।সেই সূত্র ধরে অফিসার ইনচার্জ মহোদয়ের আদেশে সঙ্গীয় ফোর্স নূরুল আমিন,মোস্তাফিজ,মেহেদী আলমসহ রমজান আলীকে গ্রেফতার করি।
বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)টিপু সুলতান বলেন-গ্রেফতারকৃত হত্যা মামলার আসামি রমজান আলীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা