ছবি সংগৃহীত
রাজশাহীর পবা উপজেলার একটি বাড়ি থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশ থেকে হাতে লেখা একটি চিরকুটও উদ্ধার হয়েছে।আজ শুক্রবার (১৫ আগস্ট) সকালে বামুনশিকড় এলাকার ওই বাড়ির দুই ঘর থেকে তাদের মরদেহ ও চিরকুট উদ্ধার করা হয়।
এতে লেখা রয়েছে, 'আমি মিনারুল প্রথমে আমার স্ত্রীকে মেরেছি। তারপর আমার মাহিমকে (ছেলে) মেরেছি। তারপর আমার মিথিলাকে (মেয়ে) মেরেছি। তারপর আমি নিজে গলায় ফাঁস দিয়ে মরেছি।
চিরকুটের আরেক পাতায় লেখা আছে, আমি নিজ হাতে সবাইকে মারলাম, কারণ আমি একা যদি মরে যাই তাহলে, আমার স্ত্রী-সন্তানরা কার আশায় বেঁচে থাকবে? কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই পাবে না।
আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে। এত কষ্ট আর মেনে নিতে পারছি না। তাই আমারা বেঁচে থাকার চেয়ে মরে গেলাম সেই ভাল হলো। কারও কাছে কিছু চাইতে হবে না। আমার জন্যে কাউকে মানুষের কাছে ছোট হতে হবে না।
আমার বাবা আমার জন্য অনেক মানুষের কাছে ছোট হয়েছে, আর হতে হবে না। চিরদিনের জন্য চলে গেলাম। আমি চাই সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।'
এদিকে চারজনের মরদেহ উদ্ধার ও চিরকুটের বিষয়ে মতিহার থানার ওসি আব্দুল মালেক জানান, চারজনের লাশ উদ্ধারের খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে। এএসআই কালাম জানান, পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এবং মৃত্যুর কারণ নির্ধারণের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে।
মরদেহের পাশে পাওয়া চিরকুটটি মিনারুলের হাতে লেখা কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত করেনি পুলিশ।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা