প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ৪:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২৫, ৩:০৪ পি.এম
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন

গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনে জেলার সাংবাদিক সমাজ এ মানববন্ধনের আয়োজন করে। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে সত্য প্রকাশ ব্যাহত হবে এবং সমাজ অন্ধকারে নিমজ্জিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন,প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী,এনটিভির স্টাফ রিপোর্টার ভজন দাস,একুশে টিভির জেলা প্রতিনিধি মনোরঞ্জন সরকার,প্রতিদিনের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি শ্যামল সরকার,আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি আজাহার ইসলাম বিপ্লব, সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ শহীদুল ইসলাম শফিক, রাজধানী টিভির স্টাফ রিপোর্টার হৃদয় রায়, খবর নেত্রকোনার সম্পাদক ও প্রকাশক রেজাউল হাসান সুমন,দৈনিক দিনকাল পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল মিয়া, দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ নাজমুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা