কালীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঈশ্বরবা গ্রামে অবশেষে ফিরে এসেছে হারিয়ে যাওয়া অষ্টম শ্রেণির ছাত্র রিফাত। গত ২৮ জুলাই অভিমান করে বাসা ছেড়ে চলে যাওয়া এই কিশোরকে অবশেষে পাওয়া গেছে — আর তাকে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা-মা ও পরিবারের সদস্যরা।
রিফাত ঈশ্বরবা গ্রামের মো. সাইদুল ইসলামের ছোট ছেলে। তার নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য। দিনরাত চোখের পানিতে ভাসছিলেন তার মা।
আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী ও সহপাঠীরা সারাক্ষণ তার খোঁজে ছুটছিলেন। দীর্ঘ অপেক্ষা, দুশ্চিন্তা আর প্রার্থনার পর গতকাল বিকেলে অবশেষে রিফাতকে ফিরে পায় তার পরিবার। ফিরে আসার পর যখন রিফাত তার মায়ের বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে — তখন যেন গ্রামে এক আবেগঘন মুহূর্ত তৈরি হয়। মাও বুক ভাসিয়ে কাঁদতে থাকেন।
রিফাতের বাবা সাইদুল ইসলাম বলেন, "আল্লাহ আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছেন — আমি কৃতজ্ঞ। এই কদিন যেন চোখের পাতা এক করতে পারিনি।" রিফাতের ফিরে আসা শুধু একটি পরিবারের নয়, পুরো এলাকার মানুষকেই স্বস্তি এনে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবরে অনেকে মন্তব্য করেছেন, "আলহামদুলিল্লাহ! রিফাত ফিরে এসেছে, ও যেন ভালো থাকে চিরকাল।"
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা