জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টায় শিল্পকলা একাডেমীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ সাংবাদিক মেহেদী হাসানের বাবা মোশাররফ হোসেন হাওলাদার, শহীদ আতিকুল ইসলামের মা মমতাজ বেগম, শহীদ হৃদয় তরুয়ার বাবা রতন চন্দ্র তরুয়া, শহীদ জসিম হাওলাদারের স্ত্রী মোসা. রুমা বেগম, শহীদ হাফেজ গোলাম রাব্বি মাতুব্বরের বাবা জুয়েল মাতুব্বর, শহীদ জাহাঙ্গীর খানের মেয়ে কুলসুম বেগম, শহীদ মিলন হাওলাদারের স্ত্রী শাহনাজ বেগম, শহীদ সাগর গাজীর ভাই শাওন গাজী, শহীদ আমিনুল ইসলাম আমিনের মা সেলিনা বেগম, শহীদ জিহাদ হোসেনের ভাই জিন্নাত হোসেন।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তারেক হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মাদ আরেফীন, পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মো. মহসীন উদ্দিন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহা. মুজিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত আরা জামান উর্মি, পটুয়াখালী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ড্রাষ্ট্রীর সভাপতি মো. কামাল হোসেন, জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান, জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া, জাতীয় নাগরিক পার্টির প্রথম যুগ্ম-আহবায়ক মো. বশির উদ্দিন, জুলাই শহীদ যোদ্ধা পরিবারের পক্ষে বক্তব্য রাখেন শহীদ সাংবাদিক মেহেদী হাসানের বাবা
মোশাররফ হোসেন হাওলাদার, শহীদ আমিনুল ইসলাম আমিনের মা সেলিনা বেগম, শহীদ জিহাদের ভাই জিন্নাত হোসেন, আহত জুলাই যোদ্ধা মুজাহিদুল ইসলাম, ইমরান আহমেদ প্রমূখ। এ অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ, আইনজীবী, শিক্ষক, ব্যবসায়ী, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, সুশিল সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন ও পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ শহীদ বাচ্চু হাওলাদার ও শহীদ হৃদয় চন্দ্র তরুয়ার কবরে পুস্পস্তবক অর্পণ করেন।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা