নুরুল হুদা- বিশেষ প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলার সদর পৌরসভার রাজুর বাজার, কোরপাড় ও শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কে ঈদ পূর্ব মুহূর্তে তীব্র যানজট দেখা দিয়েছে। সড়ক সংস্কার কাজ চলমান থাকায় রাস্তা সরু হয়ে গেছে, তার উপর অতিরিক্ত ব্যাটারি চালিত অটোরিকশার কারণে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।
স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত শহরের বিভিন্ন মোড়ে যানজট লেগেই থাকে। রাস্তা সংস্কারের কাজ যেভাবে চলছে, তাতে বিকল্প ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষ ও যাত্রীদের সময় এবং শ্রম দুই-ই অপচয় হচ্ছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও রোগীবাহী যানবাহন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার বলেন, “সকালে দোকান খুলতে আসতেই আধাঘণ্টা সময় লেগে যায়, যানজটে বসে থাকি। আগে কখনো এমন অবস্থা ছিল না। রাস্তাগুলো ভাঙা, তার উপর আবার প্রচুর অটোরিকশা—চলার উপায় নেই।”
জানা গেছে, প্রয়োজনের তুলনায় কয়েকগুণ বেশি ব্যাটারিচালিত অটোরিকশা শহরে চলাচল করছে। এর মধ্যে অনেকগুলোর কোনো লাইসেন্সই নেই। অথচ, এসব যানবাহন নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর ভূমিকা তেমন চোখে পড়ছে না।
পৌরবাসীর প্রশ্ন, যানজট নিরসনে প্রশাসনের যা করণীয়, তা কি যথাযথভাবে হচ্ছে? ঈদকে ঘিরে যেভাবে ভিড় বাড়ছে, তাতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে বলে আশঙ্কা করছেন অনেকেই।
এ বিষয়ে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ। যথাসময়ে সংস্কার কাজ শেষ করা, বিকল্প রুট নির্ধারণ এবং অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।
সবার প্রত্যাশা, ঈদের আগে অন্তত শহরের সড়কগুলো কিছুটা স্বস্তির পরিবেশে ফিরে আসুক।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা