গাজীপুরের ফুলবাড়ীয়া মাওনা আঞ্চলিক সড়কে ট্রাক ও কাভার্ড ভ্যান সংঘর্ষে চালকসহ তিনজন গুরুতর আহত হয়েছে।
রোববার (০৪আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার চাপাইর ইউনিয়নের মেদী আশুলাই গ্রামের ঢুলিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়ীয়া মাওনা আঞ্চলিক সড়কে প্রতিদিনই ঘটছে নিহত বা আহতের ঘটনা। আর কতো প্রাণ ঝড়ে প্রশাসনের টনক নড়বে!
রোববার দুপুর আড়াইটার দিকে চাপাইর ইউনিয়নের মেদী আশুলাই গ্রামের ঢুলি বাড়ি পুকুর পাড় এলাকায় ট্রাক ও কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
এতে দুই গাড়ীর চালকসহ তিনজন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কালিয়াকৈর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) পলি আক্তার বলেন,সড়ক দুর্ঘটনার বিষয়ে আমার জানা নেই। দূর্ঘটনা হয়েছে কেউ আমাদের যায়নি।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা