গাজীপুরের ফুলবাড়ীয়া মাওনা আঞ্চলিক সড়কে ট্রাক অটোরিকশা ও মাইক্রোবাস ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশার তিন-যাত্রী গুরুতর আহত হয়েছে।
শনিবার (০২আগস্ট) বিকেল পৌনে পাঁচটার দিকে উপজেলার চাপার ইউনিয়নের চেয়ারম্যান বাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফুলবাড়ীয়া মাওনা আঞ্চলিক সড়ক যেন মৃত্যুর ফাঁদ।
ওই আঞ্চলিক সড়কে প্রতিদিনই কোথাও না কোথাও ঘটছে দুর্ঘটনা। আহত হয়েছে অনেকেই। তবুও প্রশাসনের নেই কোনো নজরদারি। তারি ধারাবাহিকতায় শনিবার পৌন পাঁচটার দিকে চাপাইর ইউনিয়নের চেয়ারম্যান বাড়ী এলাকায় ট্রাক, সিএনজি ও মাইক্রোবাস ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অটোরিকশাটি উল্টে সড়ক থেকে ছিটকে সড়কের পাশে পড়ে যায়।
এতে অটো রিক্সার তিন-যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নিউজটি লেখা পর্যন্ত এখনো তাদের পাওয়া যায়নি। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত (ওসি ) কর্মকর্তা আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন কোন যাত্রী নিহত হয়নি। তিনজন গুরুতর আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা