নেত্রকোনার মদন উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচীর আওতায় দুজন ভিক্ষুককে ২টি গাভী এবং ৪জন ভিক্ষুককে ৪টি বাচ্চাসহ ছাগল আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার(৩১শে জুলাই)দুপুরে উপজেলা পরিষদের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সব অনুদান সহায়তা বিতরণ করা হয়েছে। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমরান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির রিয়াজ উদ্দিন( ইদ্রিস মাস্টার),সমাজসেবা অফিসে কর্মরত ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান বলেন, উপজেলার অসচ্ছল হতদরিদ্র ভিক্ষুকদের কে পূর্ণবাসন করে তোলার লক্ষ্যে উপজেলা সমাজসেবা কাজ করে যাচ্ছে, অসচ্ছল ভিক্ষুকদের কে একটু সচ্ছল করার লক্ষ্যে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা