ঝালকাঠির রাজাপুরে স্কুল থেকে ফেরার পথে ২য় শ্রেনীর ছাত্রীকে জোরপুর্বক তুলে নিয়ে ধর্ষনের অভিযোগে বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ১২টার দিকে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ইদুরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষক রেজাউল ইদুরবাড়ি এলকার খলিলুর রহমানের ছেলে। রাজাপুর থানার ডিইটি অফিসার উপ-পরিদর্শক শৈলী বলেন, স্কুল থেকে বাড়ি ফেরার পথে ২য় শ্রেনীর ছাত্রীর পথরোধ করে জোরপুর্বক তার বাড়িতে তুলে নিয়ে যায়। বখাটে রেজাউল তার ইচ্ছের বিরুদ্ধে ধর্ষনকরে।
অন্য ছাত্রীদের কাছে বাড়ির লোকজন বিষয়টি শুনতে পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় ধর্ষক রেজাউলকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয় রেজাউলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
ধর্ষিতাকে ঝালকাঠি সদর হাসপাতালে ডাক্তারী পরীক্ষা শেষে তার পরিবারের কাছে হস্থান্তর করা হবে। ধর্ষনের অভিযোগে বখাটে রেজাউলের বিরুদ্ধে রাজাপুর থানায় ধর্ষিতার পিতা বাদি হয়ে মামলার প্রস্তুতি চলছে। এ মামলায় তাকে গ্রেফতার গ্রেফতার দেখানে হবে।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা