নেত্রকোনা প্রতিনিধি:
প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনার মোহনগঞ্জে উন্নত মানের ধান বীজ বিতরণ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাক।
রোববার (১ জুন) সকালে মোহনগঞ্জ এরিয়া অফিস চত্বরে
ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+) কর্মসূচির উদ্যোগে ২৬ জন কৃষককে ১ কেজি করে উন্নত ধান বীজ বিতরণ করা হয়। পুরো উপজেলায় ৪৫০ জন কৃষককে এসব বীজ দেওয়া হবে। আর পুরো জেলায় ২ হাজার কৃষকের মাঝে উন্নত বীজ বিতরণ করা হবে।
অনুষ্ঠানে ব্র্যাকের এস পি এম মো. নজরুল ইসলাম, এস আর এম পলাশ ঘটক, এ এম সাবিত্রী সাহা , এক্সটেনশন অফিসার মো. শরীফ সরকারসহ মোহনগঞ্জ এরিয়া অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বীজ বিতরণের সময় তারা কৃষকদের উদ্দেশে উন্নত জাতের ধান চাষের পদ্ধতি ও এর উপকারিতা সম্পর্কে পরামর্শ প্রদান করেন।
ব্র্যাক কর্মকর্তারা জানান, কৃষি খাতে উৎপাদনশীলতা বাড়াতে ও প্রান্তিক কৃষকদের টেকসই সহযোগিতা প্রদান করতেই এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কৃষকদের মাঝে উন্নত বীজ বিতরণের মাধ্যমে তারা যেন আধুনিক চাষাবাদে উৎসাহী হন এবং ফলন বৃদ্ধি পায়—এই লক্ষ্যেই এ উদ্যোগ।
স্থানীয় কৃষকরা ব্র্যাকের এ সহায়তাকে স্বাগত জানিয়ে জানান, তারা উন্নত জাতের ধান চাষ করে ভালো ফলনের আশায় রয়েছেন। এমন কার্যক্রম তাদের কৃষিকাজে বড় ধরনের সহায়তা করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
এস পি এম মো. নজরুল ইসলাম জানান, মোহনগঞ্জে মোট ৪৫০ জন কৃষককে বীজ দেওয়া হবে। জেলায় ২ হাজার কৃষককে আমন ধানের বীজ দেওয়া হবে। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+) কর্মসূচির উদ্যোগে সারা দেশে ৩৭ হাজার কেজি আমন ধানের বীজ কৃষক দের মাঝে বিনামূল্যে বিতরন করা হবে।উ
উল্লেখ্য, ব্র্যাক দীর্ঘদিন ধরে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন খাতে কাজ করে আসছে, যার অংশ হিসেবেই এই বীজ বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা