নেত্রকোণার কেন্দুয়া উপজেলার পেমই তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে।
শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের পুরানবাড়ি গ্রামের সুলতান উদ্দিনের ছেলে এনামুল হক, একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে মাহবুব এবং মাসকা ইউনিয়নের জয়কা গ্রামের মল্লিক আকন্দের ছেলে আহাদ।
পেমই তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. শফিউল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এনামুল হককে ইয়াবাসহ আটক করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে অপর দুইজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার (২৬ জুলাই) সকালে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে।” পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও পুলিশি তৎপরতার ফলে মাদক ব্যবসায় জড়িতরা ধরা পড়ছে। অভিযান চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা