বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ উপলক্ষে “তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকাল ৪ঘটিকায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার-এর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈম হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন — কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান,উপজেলা প্রকৌশলী আল আমিন সরকার,যুব উন্নয়ন কর্মকর্তা নুরুজ্জামান,মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার,সমাজসেবা কর্মকর্তা ইউনুসুর রহমান রনি,সমবায় কর্মকর্তা আসাদুজ্জামান ,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন অর রশীদ,নওপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক রহিছ উদ্দীন,কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঃ হাই সেলিম,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান,উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ভুঞা,সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আঃ কদ্দুছ খন্দকার লালচান,উপজেলা কৃষক দলের আহ্বায়ক মহসিন খান,পৌর যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম খান (শান্তি),উপজেলা তাঁতীদলের আহ্বায়ক আঃ রহমান,কলেজ ছাত্রদলের সদস্য সচিব জাকারুল ইসলাম,এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের আলোচনায় তামাকের স্বাস্থ্যঝুঁকি, তরুণ সমাজে এর প্রভাব এবং তা প্রতিরোধে সামাজিক ও প্রশাসনিক উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। আলোচনার এক পর্যায়ে কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঃ হাই সেলিম ব্যক্তিগতভাবে জর্দা সেবন পরিত্যাগের ঘোষণা দিয়ে উপস্থিত সকলের মাঝে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার বলেন, “তামাকের ভয়াবহতা থেকে জনসাধারণকে রক্ষায় শুধু জনসচেতনতা নয়, বরং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করাও জরুরি।
এই বিষয়ে প্রশাসন সর্বদা সক্রিয় ভূমিকা পালন করবে।” অনুষ্ঠানটি এলাকার জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে এবং তামাকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকারকে আরও শক্তিশালী করে তোলে।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা