নেত্রকোনার মদনে উপজেলা পরিষদের গাছের মাটি ধসে পড়ে যাওয়ায় উপজেলা প্রেসক্লাবের ভবন ঝুঁকিতে রয়েছে। জানা যায়,গত কিছু দিন পূর্বে টানা বৃষ্টিতে উপজেলা পরিষদের একটি বড় রেন্ট্রি গাছ মাটি ধসে উপজেলা পরিষদের পুকুরে পড়ে যায়।
প্রায় ৫০ বছরের পুরাতন এই গাছটি।এতে ঝুঁকিতে রয়েছে উপজেলা প্রেসক্লাবের একটি ভবন ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ভবনটি।এতে আতঙ্কে দিন পাড় করছে প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।তাই গাছটি দ্রুত কর্তণ করার জন্য অনুরোধ জানান প্রেসক্লাব সাংবাদিকবৃন্দ।
প্রেসক্লাব সভাপতি আল মাহবোব আলম আল-আমিন জানান, উপজেলা পরিষদের পুকুরের পাড়ে পুরাতন রেন্ট্রি গাছটি পড়ে আমাদের প্রেসক্লাবে ঘরের পশ্চিম অংশের মাটি ধসে গেছে,তাই গাছটি তাড়াতাড়ি কর্তণ করার জন্য যথাযথ কৃতপক্ষের দৃষ্টি কামনা করছি।
উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান বলেন,গাছটি পড়ে যাওয়ার বিষয়টি আমার নজরে আসার সাথে সাথে গাছটির ডালপালা কর্তন করা হয়েছে।এখন বন বিভাগের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়ে এ বিষয়ে শীঘ্রই পদক্ষেপ গ্রহণ করবো।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা