ছবিসংগৃহীতঃ
বান্দরবানে বিএনপির অঙ্গসংগঠনের একটি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। রাত ৩টার দিকে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।
রোববার (১৪ জুলাই) এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের আর্মি পাড়ায় অবস্থিত বিএনপির জিয়া স্মৃতি সংসদ অফিসে একদল দুর্বৃত্ত লাঠিসোটা নিয়ে হঠাৎ করে হামলা চালায়। এ সময় তারা অফিসের আসবাবপত্র, টেলিভিশন, জানালার কাচসহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে।
বিজ্ঞাপন
বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেছেন, এ হামলার পেছনে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জড়িত।
পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন বলেন, এটি একটি পরিকল্পিত হামলা। আওয়ামী লীগের নেতাকর্মীরাই এ ঘটনা ঘটিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রশাসনের কাছে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
বিজ্ঞাপন
বান্দরবানের পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা