প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ৫:২২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ১১:০৪ পি.এম
ইউপি সদস্যদের কাছ থেকে চাঁদা দাবি ব্যর্থ হয়ে অপপ্রচার করেছেন কথিত সাংবাদিক ইউএনও’র বিরুদ্ধে

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের কাছে চাঁদা দাবি করে ব্যর্থ হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধেও অপপ্রচারে নেমেছেন এক কথিত সাংবাদিক।
ঘটনায় ইউপি সদস্য ও প্রশাসনিক কর্মকর্তার লিখিত অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, মো. মহিউদ্দিন তালুকদার নামের এক ব্যক্তি নিজেকে দৈনিক স্বাধীন দেশ ও দৈনিক সংলাপ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে পরিচয় দিয়ে সম্প্রতি গড়াডোবা ইউনিয়ন পরিষদে গিয়ে বিভিন্ন প্রকল্পের তথ্য চেয়ে চাপ প্রয়োগ করেন এবং মোটা অঙ্কের চাঁদা দাবি করেন।
গত ২৯ মে ২০২৫ তারিখে পরিষদে একটি অভিযোগ তদন্ত চলাকালে তিনি সেখানে হাজির হয়ে ভিডিও ধারণ করতে থাকেন। তদন্ত কমিটির আহ্বায়ক সহকারী কমিশনার (ভূমি) ভিডিও বন্ধ করতে বললে তিনি ক্ষিপ্ত হন।
পরে পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আনোয়ার হোসেন তাকে তথ্য চাওয়ার নিয়ম-কানুন বোঝালে তিনি সরাসরি ১৫-২০ হাজার টাকা দাবি করে বলেন, “এই টাকা দিলে ভালো রিপোর্ট করব, না দিলে বুঝে নেবেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি পরিষদের বিরুদ্ধে নেতিবাচক রিপোর্ট এবং সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানোর হুমকি দেন। এ সময় পরিষদের কয়েকজন ইউপি সদস্যও উপস্থিত ছিলেন।
এছাড়া পৃথকভাবে, ০৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও কাবিখা প্রকল্প সভাপতি মো. কাঞ্চন মিয়া অভিযোগ করেন, ২৫ জুন তার দুটি প্রকল্প পরিদর্শনে গিয়ে মহিউদ্দিন তালুকদার ৫,০০০ টাকা দাবি করেন এবং টাকা না পেয়ে তাকে “দেখে নেওয়ার” হুমকি দিয়ে চলে যান। এ সময় আরও দুই ইউপি সদস্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
পরিস্থিতি বিবেচনায় কেন্দ্রীয় প্রশাসনিক কর্মকর্তা ইউএনও ইমদাদুল হক তালুকদার পরিষদ সদস্যদের এই ধরনের কথিত সাংবাদিকদের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান জানান এবং প্রয়োজনে তাকে অবহিত করার নির্দেশ দেন।
কিন্তু ইউএনও’র এই স্পষ্ট অবস্থানের পরপরই অভিযুক্ত মহিউদ্দিন তালুকদার ইউএনও’র
বিরুদ্ধেই অনলাইন পোর্টালে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেন, যা স্থানীয় প্রশাসনের ভাষায় “একটি উদ্দেশ্যপ্রণোদিত হলুদ সাংবাদিকতার নজির।”
স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, সাংবাদিকতার পরিচয়ে কেউ যদি চাঁদা দাবি করে, ভয়ভীতি দেখায় এবং পরে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালায়— তাহলে সেটি প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাজের পরিপন্থী এবং সাংবাদিকতার নৈতিকতাবিরোধী। তারা প্রশাসনের কাছে এ ধরনের অপসাংবাদিকতার বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা