প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ৪:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২৫, ১১:২৭ পি.এম
কেন্দুয়া উপজেলার মনকান্দা গ্রামে যুবদল নেতা শামিম নিখোঁজের ঘটনায় তীর প্রভাষক সাইফুলের দিকে

নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার মনকান্দা গ্রামে যুবদল নেতা শামিম নিখোঁজের ঘটনায় স্থানীয়ভাবে নানা গুঞ্জন ও সন্দেহের জন্ম দিয়েছে। এ ঘটনার পর থেকে এলাকাবাসীর একাংশের অভিযোগের তীর যাচ্ছে মনকান্দা কামিল মাদ্রাসার ফ্রভাষক সাইফুল ইসলামের দিকে। মাদ্রাসার বিভিন্ন বিষয় নিয়ে সাইফুলের সাথে শামীমের বিরুধ চলে আসছিল বলে জানায় এলাকাবাসী।
তবে এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন সাইফুল ইসলাম। তিনি বলেন—
“আমি এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নই। বরং শামিম আমার ঘনিষ্ঠ একজন মানুষ ছিলেন। তার নিখোঁজ হওয়া আমাকেও মর্মাহত করেছে। যে বা যারাই এই ঘটনার সঙ্গে জড়িত, আমি তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই। যারা উদ্দেশ্যমূলকভাবে আমাকে জড়িয়ে নানা অপপ্রচার চালাচ্ছেন, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার চিন্তা করছি।”
তিনি আরও বলেন, “একটি মহল রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আমার সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। আমি প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, প্রকৃত সত্য উদঘাটনের মাধ্যমে শামিমের পরিবারের কাছে সঠিক তথ্য তুলে ধরুন এবং দোষীদের আইনের আওতায় আনুন।”
এদিকে শামিম নিখোঁজের ঘটনায় তার পরিবার ও স্থানীয়রা চরম উৎকণ্ঠায় দিন পার করছেন। পরিবার জানায়, শামিমের কোনো শত্রু ছিল না, তবে সম্প্রতি কিছু বিষয় নিয়ে মতবিরোধ তৈরি হয়েছিল—যা তদন্তে সহায়ক হতে পারে।
ঘটনার তদন্ত ও শামিমের সন্ধানের দাবিতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চাপ বাড়ছে। প্রশাসনের পক্ষ থেকেও বলা হয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা