প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ১২:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২৫, ১১:৫৮ এ.এম
নেত্রকোণায় ব্যক্তিগত জমির উপর দিয়ে সরকারি রাস্তা, আদালতে মামলা

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় ব্যক্তিগত জমির উপর দিয়ে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) প্রকল্পের আওতায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে আদালতে মামলা হয়েছে। গত ২০ মার্চ উপজেলার গাগলাজুর ইউনিয়নের করাচাপুর গ্রামে উত্তরাধিকার সূত্রে পাওয়া ও নিজ অধিকারে থাকা জমির উপর দিয়ে রাস্তা নির্মাণের ঘটনায় কাজী মোমেন আহমেদ বাদী হয়ে স্থানীয় ইউপি সদস্য ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ ওমর ফারুখ সিদ্দিকী, সম্পাদক মঞ্জু মিয়াসহ ৬জনকে বিবাদী করে মোহনগঞ্জ সহকারী জজ আদালতে মামলাটি দায়ের করেন।
মামলার বাদী কাজী মোমেন আহমেদ জানান, তাদের নিজস্ব জমির উপর দিয়ে প্রকল্পের মাটি কাটা শুরু করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রতিকার চেয়ে লিখিত আবেদন করা হয়। নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিক খোঁজ খবর নিয়ে কাজটি বন্ধ রাখার মৌখিক নির্দেশনা প্রদান করেন। এতে কোন প্রতিকার হয়নি। প্রকল্প কমিটির লোকজন জোরপূর্বক জমিটির উপর দিয়ে রাস্তা নির্মান করবে বলে হুমকি দিলে আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলা দায়েরের পর বিষয়টি আমলে নিয়ে আদালত নিষেধাজ্ঞা জারি করেন এবং বিবাদী পক্ষের নিকট ব্যাখ্যা চেয়ে নোটিশ পাঠান বলেও জানান বাদী।
এদিকে লিখিত ব্যাখ্যায় মোঃ ওমর ফারুখ সিদ্দিকীসহ বিবাদীপক্ষ আদালতকে জানান, মামলাটির বিবরণে বর্ণিত অভিযোগ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। মামলায় উল্লেখিত ভূমিতে রাস্তা নির্মাণ করা হয়নি বলেও ব্যাখ্যায় উল্লেখ করেন তারা। তবে এ বিষয়ে বক্তব্য জানতে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ ওমর ফারুখ সিদ্দিকীর সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে না পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা