প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ৫:০২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১১, ২০২৫, ৩:৪২ পি.এম
কেন্দুয়ায় জাহানারা এগ্রো ফার্মের দ্বিতীয় শাখার শুভ উদ্বোধন

নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায় জাহানারা এগ্রো ফার্ম-এর দ্বিতীয় শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে কেন্দুয়া পৌরসভার টেংগুরী মহল্লায় কেন্দুয়া-নেত্রকোণা সড়কের পাশে নবনির্মিত এই শাখার উদ্বোধন করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহানারা এগ্রো ফার্ম-এর পরিচালক ফারজানা আক্তার, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, কেন্দুয়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, টেংগুরী গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ আব্দুর ছাত্তার, সুরুজ আলী, আজিম উদ্দিন ও মুখলেছুর রহমান। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ম্যানেজার আলীম জানান, “আগামী জানুয়ারি মাসের মধ্যেই শাখাটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে। এতে করে স্থানীয় বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের একটি বড় সুযোগ তৈরি হবে।
এ সময় গড়াডোবা ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম, টেংগুরী গ্রামের গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় শতাধিক মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, এই শাখা অফিসের কার্যক্রমের মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে এবং উন্নয়নের দ্বার উন্মোচিত
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা