প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ৯:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২৫, ৮:১৪ পি.এম
নেত্রকোনায় গণঅভ্যুত্থানে শহীদদের উত্তরাধিকারের মধ্যে সঞ্চয়পত্রের চেক বিতরণ

ছাত্র-জনতার জুলাই আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪-এর নেত্রকোনা জেলার গেজেটভুক্ত শহিদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার বিকাল সারে ৩ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জুলাই অভ্যুত্থান শাখা হতে প্রেরিত উক্ত চেক বিতরণ অনুষ্ঠিত হয়। শহীদগণের উত্তরাধিকারের হাতে সঞ্চয়পত্রের চেক চেক তুলে দেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
গেজেটভুক্ত ১৭জন শহীদগণের প্রত্যেকের উত্তরাধিকারের মাঝে দশ লাখ টাকা করে সঞ্চয়পত্রের চেক প্রদান করা হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুখময় সরকার,নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম,নেত্রকোনা জেলা বিএনপি'র যুগ্ন আহবায় এস এম মনিরুজ্জামান দুদু,এনসিপির কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ,ফাহিম রহমান খান পাঠান ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা