নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়কে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার রাত সোয়া ১১টার দিকে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে নেত্রকোণা পৌরসভার সাবেক এই মেয়রকে গ্রেপ্তারের করে নেত্রকোণায় আনা হয়েছে বলেন জানান নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ।
তিনি বলেন, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অবস্থান চিহ্নিত করে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় সাত থেকে আটটি নাশকতার মামলা থাকার কথা তুলে ধরে তিনি বলেন, আজ সোমবার তাকে আদালতে তোলা হবে।
কয়েক দিন আগে নিশিদ্ব সংঘটন আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল করে আত্ন গোপনে ছিলেন তিনি।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা