কালীগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে মা-মেয়েকে পিটিয়ে জখম তিন পুরুষ মিলে দেশীয় অস্ত্রে হামলার অভিযোগ । ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের অনুপমপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা ও মেয়েকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালঘরের বর্জ্য নিষ্কাশন নিয়ে প্রতিবেশী তরিকুল ইসলামের সঙ্গে কথাকাটাকাটির জেরে ঘটনার সূত্রপাত হয়। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হলে প্রতিবেশী শফিউদ্দিনের স্ত্রী সোনিয়া খাতুন (৩৫) ও তার কন্যা ফাতেমা খাতুন (অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী) গোলমাল থামাতে এগিয়ে আসেন। এসময় অভিযুক্ত তোরাপ আলী, তার ছেলে তরিকুল এবং নাতি তুষার তিনজনে মিলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। সোনিয়া খাতুনকে মাথায় কুপিয়ে রক্তাক্ত করা হয় এবং তার মেয়ে ফাতেমাকে বেধড়ক মারধর করা হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে মা-মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, বিষয়টি পুলিশ তদন্ত করছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় গ্রামে উত্তেজনা বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা