প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ৪:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩, ২০২৫, ৬:৫০ পি.এম
কেন্দুয়ায় বস্তাবন্দি যুবকের মৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃতদেহ উদ্ধার করেছে পুলিশ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার জালালপুর হাওড়ের কাঞ্জারখাল (স্থানীয়ভাবে দুগদইল্লে ঘাট নামে পরিচিত) এলাকা থেকে প্লাস্টিকের বস্তায় ভরা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উদ্বার হওয়া যুবকের নাম রাসেল মিয়া বয়স ২৫ বছর। তিনি মদন উপজেলার কুলিয়টি পশ্চিম পাড়া আড়গিলা গ্রামের আবুল হোসেনের ছেলে ।
আজ ৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে এ মরদেহ উদ্ধার করেছে কেন্দুয়া থানা পুলিশ। জালালপুর হাওড়ে কাঞ্জারখালে একটি বস্তা ভাসতে দেখে সন্দেহ হলে থানায় খবর দেন স্থানীয়রা । পরে পুলিশ এসে বস্তাটি উদ্ধার করে দেখতে পায় পঁচাগলা একটি মৃতদেহ ।
ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা হত্যা করে মৃতদেহটি গুম করার উদ্দেশ্যে মরদেহটি একটি প্লাস্টিকের বস্তায় ভরে ইটসহ পানিতে ডুবিয়ে দেয়। পরে মরদেহ ফুলে ভেসে ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে মদন থেকে আবুল হোসেন নামক একজন এসে মৃতদেহটি সনাক্ত করন।
নিহতের বাবা আবুল হোসেন বলেন, গত ৩০ জুন সোমবার দুপুর থেকে রাসেল নিখোঁজ ছিল। সে একজন অটোরিকশা চালক। প্রতিদিনের ন্যায় ঐ দিনেও রাসেল মিয়া অটো রিক্সা নিয়ে বের হয় ভাড়ায় চালানোর উদ্দ্যেশ্যে।
নিখোঁজ হওয়ার সময় অটোরিকশাটিও ছিল তার সাথে। বাড়িতে না ফিরায় মদন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “নিহতের স্বজনরা তার পরনের কাপড় ও শারীরিক গঠনের ভিত্তিতে প্রাথমিকভাবে শনাক্ত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।” পুলিশ হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা