প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ৪:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২৫, ১০:১৯ এ.এম
নেত্রকোণা জেলা পুলিশের বর্ণাঢ্য মৌসুমি ফল উৎসব

নেত্রকোণা জেলা পুলিশের বর্ণাঢ্য ফল মৌসুমি উৎসব করেছে নেত্রকোণা জেলা পুলিশের উদ্যোগে এক মনোমুগ্ধকর ও বর্ণাঢ্য মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। , . [01-07- 2025] অদ্য ০১ জুলাই বিকালে নেত্রকোণা পুলিশ লাইন্সের ড্রিল সেডে ও নেত্রকোণা জেলার সকল থানা, ফাঁড়ী এবং তদন্ত কেন্দ্র এক যুগে মেীসুমি ফল উৎসব আয়োজিত হয় এই ব্যতিক্রমী উৎসব।
যেখানে দেশি-বিদেশি নানা রকমের রসালো মৌসুমী ফলের সমাহার ছিল চোখে পড়ার মতো। উৎসবে আম, কাঁঠাল, লিচু, আনারস, জাম, পেঁপে, লটকন, লুকলুকি, পেয়ারা, পাহাড়ি কলা, জামরুল, কামরাঙ্গা, আমড়া,আমলকি, ড্রাগন, রামবুটানসহ বিভিন্ন মৌসুমী ফলের স্টল বসানো হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মির্জা সায়েম মাহমুদ-পিপিএম মহোদয় ।
উপস্থিত ছিলেন জনাব কানাই লাল সরকার, পুলিশ সুপার (ইন-সার্ভিস টেনিং সেন্টার নেত্রকোণা) জনাব মোঃসাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), জনাব স্বজল কুমার সরকার , অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, জনাব রিপন কুমার মোদক অতিরিক্ত পুলিশ সুপার (ইন-সার্ভিস টেনিং সেন্টার নেত্রকোণা) জনাব সাহিদুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার খালিয়াজুরী সার্কেল, জনাব আল ইমরানুল আলম, সহকারী পুলিশ সুপার দূর্গাপুর সার্কেল, জনাব মোঃ পারভেজ আলম (শিক্ষানবিশ) সহকারী পুলিশ সুপার, এবং জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা