প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ৮:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২৫, ২:৩১ পি.এম
গড়াডোবা ইউনিয়ন বাসীর সেবক হতে চান আমিনুল ইসলাস সবুজ

দীর্ঘদিনের আওয়ামী দুঃশাসন, প্রশাসনিক প্রভাব ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে দাঁড়িয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দুয়া উপজেলার গরাডোবা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী যাচ্ছেন গড়াডোবা ইউনিয়ন বিএনপির সাবেক দুইবারের নির্বাচিত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তালুকদার সবুজ।
গতকাল রবিবার (২৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে তিনি চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেন। ২০১১ ও ২০২২ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গড়াডোবার মানুষ সুষ্ঠু ভোটের সুযোগ পাননি। আওয়ামী লীগের সংগঠিত কারচুপি, ভয়ভীতি ও প্রশাসনিক সহায়তায় প্রার্থী বিজয়ী করার অভিযোগ দীর্ঘদিন ধরে স্থানীয়দের মনে ক্ষোভের জন্ম দিয়েছে।
এই অব্যবস্থাপনার প্রতিবাদেই গড়ে উঠছে পরিবর্তনের প্রত্যাশা, এখানে আমিনুল ইসলাম তালুকদার সবুজের প্রার্থিতা যেন এক নতুন আশার বার্তা গড়াডোবা ইউনিয়ন বাসির জন্য। জনগণের সম্মান ও ভোটাধিকার ফিরিয়ে আনার অঙ্গীকার করে আমিনুল ইসলাম তালুকদার সবুজ বলেন—
“এই ইউনিয়নে যারা মানুষের ভোট কেড়ে নিয়ে ক্ষমতায় থেকেছে, তাদের দিন শেষ। আমি চাই মানুষ তার ভোটে নিজের প্রতিনিধি বেছে নিক।
গড়াডোবায় সত্যিকারের নির্বাচন ও গণতন্ত্র ফিরে আসুক। সৎ, নির্লোভ ও নিবেদিত প্রাণ একজন রাজনৈতিক সংগঠক হিসেবে আমিনুল ইসলাম তালুকদার সবুজ দীর্ঘদিন বিএনপি রাজনীতির গড়াডোবার মানুষের আস্থার প্রতীক ।
তাঁর নেতৃত্বে এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের যে পরিবেশ এক সময় তৈরি হয়েছিল, তা আজও অনেকের স্মৃতিতে উজ্জ্বল।নির্বাচনের তারিখ এখনো ঘোষণা হয়নি, তবে মাঠ পর্যায়ে আলোচনা তুঙ্গে।
গড়াডোবা ইউনিয়নবাসী মনে করেন, সবুজ শুধু একজন প্রার্থী নন, বরং আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদের মুখ, এবং ভোটের অধিকার ফিরে পাওয়ার সংগ্রামে এক পরীক্ষিত নেতা।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা