গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান্দ এলাকায় রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার গ্রামের বাড়িতে ডাকাতির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতদের কাছ থেকে লুণ্ঠিত মোবাইল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার ঠেঙ্গারবান্দ এলাকার নাজমুল আলম তুহিন (২৫) ও আব্দুল ওহাব (৫৬)।
কালিয়াকৈরের মৌচাক ফাঁড়ির এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ফজলুল হক বলেন, নাজমুল আলম তুহিনকে গতকাল শনিবার রাতে গ্রেপ্তার করা হয় এবং ১০ দিন আগে আব্দুল ওহাবকে গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজনই মাদক সেবনকারী। তাঁদের কাছ থেকে লুণ্ঠিত মোবাইল উদ্ধার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে চেষ্টা চলছে।
বিজ্ঞাপন
জানা গেছে, গত ৩১ মে রাত আড়াইটার দিকে রেলওয়ের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার গ্রামের বাড়ি কালিয়াকৈরের ঠেঙ্গারবান্দ এলাকায় মুখোশ পরা ১০-১২ জনের একদল ডাকাত বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ৪ লাখ টাকা, ১১ ভরি সোনাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা