প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ১২:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৮, ২০২৫, ৮:২৯ এ.এম
ফেসবুকে শহীদ আবু সাঈদকে নিয়ে অবমাননাকর পোস্ট করায় কেন্দুয়ায় যুবক আটক

সামাজিক যোগাযোগমাধ্যম ফ্জেইসবুকে জুলাই আন্দোলণের শহীদ আবু সাঈদকে নিয়ে অসালিন মন্তব্য পোস্ট করার অভিযোগে মো. সুমন আহম্মেদ (১৮) নামে এক যুবককে আটক করেছে কেন্দুয়া থানা পুলিশ।
গতকাল ২৭ জুন শুক্রবার সন্ধ্যায় তাকে উপজেলার সান্দিকোনা বাজার এলাকা থেকে আটক করা হয়। সুমন কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সান্দিকোনা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সুমন আহম্মেদ তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে শহীদ আবু সাঈদের ছবি যুক্ত করে একটি অবমাননাকর পোস্ট করেন। মুহূর্তেই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং জনসাধারণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
বিষয়টি প্রশাসনের নজরে আসলে কেন্দুয়া থানা পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে সুমনকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, বিষয়টি আমি আমার উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। যাচাই বাচাই করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর রাতেই ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী।
শহীদ আবু সাঈদকে কটুক্তির প্রতিবাদে গতরাতে এক বিক্ষোভ মিছিল বের হয় আহত জুলাই যোদ্ধা সংগঠন কেন্দুয়া শাখার নেতৃত্বে। মিছিলটি কেন্দুয়া পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় কেন্দুয়া থানার সামনে গিয়ে। এতে জুলাইযোদ্ধা, যুব সমাজও সাধারণ মানুষ অংশ নেয়।
বক্তারা এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, জুলা্ই যোদ্ধের শহীদদের নিয়ে কটুক্তি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এই ঘটনার প্রতিবাদে কেন্দুয়ায় জনমনে চরম ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি শান্ত রাখার জন্য তৎপর রয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা