প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ১২:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৭, ২০২৫, ২:৩৩ পি.এম
কেন্দুয়ায় বিএনপির ৪ সাহসী নেতাকর্মীকে সম্মাননা স্বারক প্রদান

নেত্কেরকোণা জেলার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ফেসিষ্ট আওয়ামীলীগ সরকারের আমলে প্রতিবদি ও সাহসীকতার জন্য ৪ জন নেতাকর্মীকে সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে।
গণতন্ত্র ও রাজনৈতিক অধিকার রক্ষায় আওয়ামী লীগ শাসনামলে তাদের সাহসিকতা, ত্যাগ ও নিপীড়নের বিরুদ্ধে অবিচল অবস্থানের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা প্রদান করে প্রয়াত মোহাম্মদ আলী খান স্মৃতি পরিষদ।
সম্মাননা স্বারক প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ধানের শীষ মার্কায় দুইবারের জাতীয় সংসদের ১৬৩ নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের মনোনয়নপ্রাপ্ত আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী সনামানিত ব্যাক্তিদের হাতে সম্মাননা স্বারক তুলে দেন।
সম্মাননা স্বারক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম।
সম্মাননা স্বারকপ্রাপ্তরা হলেন সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন,বিএনপি নেতা আফজাল উদ্দিন, মতিউর রহমান ও আবুল হাসেম ভূঁইয়া (মরণোত্তর)
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা