নড়াইলের সেনা বাহিনীর তৎপরতায় কারনে একটি চুরি যাওয়া ইজিবাইক উদ্ধার করে ফিরিয়ে দিলেন মালিকের কাছে। ২৬ জুন দুপুরে নড়াইল আর্মি ক্যাম্প কমান্ডার ইজিবাইকটির প্রকৃত মালিক রাকিব শিকদারের কাছে হস্তান্তর করেন।
জানাগেছে গত ৭ জুন নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের ঘোড়াখালি এলাকার শহিদ শিকদারের ছেলে রাকিব শিকদারের ইজিবাইকটি চুরি হয়ে যায়। এই ঘটনায় তিনি নড়াইল সেনা ক্যাম্পে অভিযোগ দাখিল করেন। এই সুত্রধরে সেনা বাহিনী তৎপরতা শুরু করে এবং চোর চক্র ধরতে অভিযান অব্যহত আছে।
গত ২৩ জুন বিকালে নড়াইল সদর হাসপাতাল সংলগ্ন এলাকায় একটি সন্দেহভাজন ইজিবাইক সেনা বাহিনীর নজরে এলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ইজিবাইক চালক কৌশলে পালিয়ে যায় তখন সেনা বাহিনী ইজিবাইকটি জব্দ করে। এসময় তথ্য প্রমান যাচাই করে দেখা যায় এটি গত ৭ জুন চুরি যাওয়া রাকিব শিকদারের ইজি বাইক। সেনা ক্যাম্পের পক্ষ থেকে প্রকৃত মালিক রাকিব শিকদারকে ইজিবাইকটি বুঝিয়ে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা