প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ১২:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২৫, ৪:৪৮ পি.এম
এইচএসসি পরিক্ষার প্রথম দিনে ঝালকাঠিতে ৯ শিক্ষক অব্যাহতি, ৩ পরীক্ষার্থী বহিষ্কার

আজ শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনেই ঝালকাঠির নলছিটিতে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন পাওয়ার ঘটনায় ৯ জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে ৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার ২৬ জুন বাংলা প্রথম পত্রের পরীক্ষার সময় নলছিটির হদুয়া মাদরাসা ও নলছিটি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। জানা যায়, হদুয়া মাদরাসা কেন্দ্রে পরীক্ষা চলাকালে হলে শিক্ষার্থীদের কাছে মোবাইল পাওয়া যায়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৩ জন শিক্ষককে অব্যাহতি দিয়ে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
একই ধরনের ঘটনায় নলছিটি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে ৬ জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং ১ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে কেন্দ্রের ভেতরে মোবাইল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষার সময় দুটি কেন্দ্রে মোবাইল পাওয়ায় যা দায়িত্বে অবহেলা তাই ৯ জন শিক্ষককে অব্যাহতি ও ৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তিনি আরও বলেন, পরীক্ষার পরিবেশ স্বচ্ছ রাখতে নিয়মিত তদারকি ও কড়া নজরদারি চলবে।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা