প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ৪:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৫, ২০২৫, ১১:৪০ পি.এম
ধোবাউড়া সীমান্তে ৩১বিজিবি’র অভিযানঃ ৫৮ বোতল ভারতীয় ফেনসিডিল আটক

শহীদুল ইসলাম নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) ধোবাউড়া উপজেলার সীমান্তবর্তী সিকদারপাড়া নামক এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ৫৮ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করেছে।
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম কামরুজ্জামান বুধবার রাত সাড়ে ৯ টার দিকে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধোবাউড়া উপজেলার চারুয়াপাড়া বিওপির ৪ সদস্যের একটি টহল টিম বুধবার বিকাল ৫টার দিকে দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের সীমান্তবর্তী সিকদারপাড়া এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ৫৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ একটি বাই সাইকেল আটক করে। আটককৃত ফেনসিডিল নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে জমা করা হবে।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা