প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ৪:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২৫, ১১:৫১ পি.এম
কেন্দুয়ায় বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলা, ময়মনসিংহ মেডিকেলে ভর্তি

নেত্রকোণার কেন্দুয়ায় সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রোকন উদ্দিন ভূঞা (৬০) সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। রবিবার (২২ জুন) সন্ধ্যায় উপজেলার ডাউকি গ্রামের মসজিদের সামনে তাকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন।
আহত রোকন উদ্দিন ভূঞা ওই গ্রামের আলাল উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে রোকন উদ্দিন ভূঞা অটোরিকশায় করে নিজ বাড়ি থেকে সান্দিকোনা বাজারের উদ্দেশে রওনা দেন। পথে ডাউকি মসজিদের সামনে পৌঁছালে একই গ্রামের আলা বক্সের ছেলে তাইজ্জত আলীর নেতৃত্বে মাসুদ, রাকিবসহ ৫-৬ জনের একটি দল তার ওপর অতর্কিতভাবে হামলা চালায়।
তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। স্থানীয়দের ভাষ্যমতে, কিছুদিন আগে রোকন উদ্দিনের ভাতিজা সজিব ও তাইজ্জত আলীর ছেলে রাকিবের মধ্যে কথা-কাটাকাটি হয়। ধারণা করা হচ্ছে, সেই ঘটনারই প্রতিশোধ হিসেবে রোকন উদ্দিনের ওপর এই হামলা চালানো হয়েছে।
হামলাকারীদের একজন রাকিব ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলেও জানা গেছে। এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, “পূর্ব বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।” এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা