নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের গৈচাশিয়া গ্রামে ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বিজ্ঞাপন
ভুক্তভোগী কামরুল ইসলাম অভিযোগ করে জানান, তিনি মরিচপুর-গৈচাশিয়া রোডসংলগ্ন জমি আমির হোসেনের কাছ থেকে ক্রয় করেন। ওই জমি নিয়ে বিরোধে থাকা আহমেদ হোসন ও তাঁর ছেলে মালেক, শামীম ও জসিমসহ আরও কয়েকজন অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালায়। তিনি দাবি করেন, বিবাদীরা তাঁর ক্রয়কৃত জমি থেকে কাঁঠাল, সুপারি ও বাঁশ কেটে নিয়ে যায়। পরে সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান করলে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে তাঁকে পথিমধ্যে মারধর করে ও পকেটের টাকা ছিনিয়ে নেয়।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, মারধরের সময় জসিম মাটিতে পড়ে গিয়ে নিজের হাত ভেঙে ফেলে। কামরুল ইসলামের চাচাতো ভাই সিরাজুল ইসলাম ও তাজুল ইসলাম জানান, ঘটনার জেরে গত ১৩ জুন রাতে কামরুল ইসলামের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে প্রতিপক্ষরা। অন্যদিকে, অভিযুক্ত আহমেদ হোসনের মেয়ে ও আমির হোসেনের স্ত্রী বিলকিস বেগম দাবি করেন, গাছ অন্য জায়গা থেকে কাটা হয়েছে। কামরুল ইসলামের জমি থেকে গাছ কাটার অভিযোগ ভিত্তিহীন। তিনি আরও বলেন, কামরুল গং-ই প্রথমে হামলা চালায় এবং জসিমের হাত ভেঙে দেয়। জসিম বলেন, সাংবাদিকদের কাছে ভুল জায়গা দেখানোর প্রতিবাদ জানালে কামরুল ও তাঁর লোকজন আমাদের ওপর হামলা চালায়। স্থানীয় ইউপি সদস্য মো. হানিফ উদ্দিন জানান, উভয় পক্ষের মধ্যে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ রয়েছে।
বিজ্ঞাপন
বিষয়টি মীমাংসায় একাধিকবার চেষ্টা করেও সমাধান হয়নি। এক পক্ষ উত্তেজনার দিকে ঝুঁকে রয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে কেন্দুয়া থানার এসআই ও তদন্তকারী কর্মকর্তা মো. বাদল মিয়া বলেন, উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় বাসিন্দারা।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা