গঠনমূলক সাংবাদিকতার গুরুত্ব ও মুক্তিযুদ্ধের চেতনা ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে সাংবাদিকদের জন্য বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মশালায় গঠনমূলক সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর জোর দেওয়া হয়। কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ.কে.এম. আব্দুল হাকিম। ঝিনাইদহের জেলা প্রশাসক মো. আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আবদুর সবুর এবং ঝিনাইদহের পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ।
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এ.কে.এম. আব্দুল হাকিম বলেন, "গঠনমূলক সাংবাদিকতা সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার। তথ্য যাচাই ও দায়িত্বশীল প্রতিবেদন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে।" তিনি আরও বলেন, "মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে বিভাজন নয়, বরং একতাবদ্ধভাবে এগিয়ে নিতে হবে। এই চেতনা ধারণ করে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশের উন্নয়নে অপরিহার্য।
কর্মশালায় ঝিনাইদহ জেলার বিভিন্ন প্রিন্ট, ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরাম ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। এই ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা