প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৬, ২০২৫, ১:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২১, ২০২৫, ৩:০৮ পি.এম
নেত্রকোণা জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্টিত

নেত্রকোণায় মোটরযান কর্মচারী ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি জলিল, সাধারণ সম্পাদক সাইফুল নেত্রকোণা জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের ত্রি-বার্ষিক (২০২৫-২০২৭) সাধারণ নির্বাচননে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে মো: আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক পদে মো: সাইফুল ইসলাম জয়ী হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে নির্বাচনের প্রধান কমিশনার আব্দুর রাজ্জাক সংগঠনেন সদস্য শ্রমিকদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন। এর আগে শুক্রবার সকাল থেকে বিকাল নাগাদ জেলা শহরের বারহাট্রা রোডে সংগঠনের কার্যালয়ে ভোট গ্রহণ হয়।
পরে টানা সারারাত ভোটগণনা শেষে আজ সকালে এই ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ আসাদ ইবনে মিজান জানান, নির্বাচনে মোট এগার হাজার ২৮৮ জন ভোটারের মধ্যে ৮ হাজার ৩২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদকসহ মোট ১৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা হয়।
এর মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়া বাকি নির্বাচিত হলেন,কার্যকরী সভাপতি: মো. শেখ সেলিম , সহ-সভাপতি:মো. বজলুর রহমাস, যুগ্ম সম্পাদক মো. তারিফুর রহমান রিপন, সহ-সাধারণ সম্পাদক ফাহাদ আহমেদ স্বাধীন,সাংগঠনিক সম্পাদক: মো. সাদেক মিয়া, প্রচার সম্পাদক নিজাম হোসেন ভুইয়া, কোষাধ্যক্ষ পদে কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো: শামীম।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা